আজ ২০ মে,২০২৪ তারিখ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট- এ সকাল সাড়ে ৯টায় আইকিউএসির আয়োজনে Training on Preparation and Publication of Research Articles in International Journals and Creating Impact শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ। কর্মশালায় ৩৬ জন প্রভাষক অংশগ্রহণ করেন। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে ভাইস চ্যান্সেলর বলেন, শিক্ষা, গবেষণা ও অবকাঠামোগত উন্নয়নে এবং সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আশানুরূপ অগ্রগতি অর্জন করেছে। আজকে এই কর্মশালার মাধ্যমে এ বিশ্ববিদ্যালয় আরেকটি লক্ষ্যমাত্রা অজর্নের জন্য কাজ শুরু করলো। আপনারা ইতোমধ্যে জানেন যে, এ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মত ডিস্টিংগুইসড প্রফেসর নিয়োগ দেয়া হয়েছে। তিনি আজকে এই কর্মশালায় উপস্থিত আছেন। তিনি তাঁর অর্জিত অভিজ্ঞতার আলোকে তরুন গবেষকদের আন্তর্জাতিক জার্নালে হাই ইমপ্যাক্ট গবেষণা প্রবন্ধ প্রকাশের দিক নির্দেশনা দেবেন। আমি বিশ্বাস করি এ বিশ্ববিদ্যালয় অচিরেই আন্তর্জাতিক পর্যায়ে সুনাম ও অবস্থান তৈরি করবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. কবির হোসেন এবং কোষাধ্যক্ষ প্রফেসর আমিনা পারভীন। অনুষ্ঠানে গেস্ট অফ অনার হিসেবে বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সদ্য নিয়োগপ্রাপ্ত ডিস্টিংগুইসড প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান এবং রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শাহজাহান খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মুহসিন আজিজ খান এবং সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ইশরাত ইবনে ইসমাইল এবং প্রফেসর ড. মো. মাহবুবুল হাকিম।
Copyright © 2024 SUST | Powered By Swapnoloke