আজ ১৮ জুন, ২০১৯ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট-এ সমাজকর্ম বিভাগে সকাল ১০.৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. মো আব্দুল গনির বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম সুষ্ঠ ও সুন্দর ভাবে পরিচালনার জন্য ডিনদের কার্যক্রম খুব গুরুত্বপূর্ণ । একজন যোগ্য মানুষ হিসেবে প্রফেসর ড. মো. আব্দুল গনি উনার উপর অর্পিত দায়িত্ব সুচারুরুপে পালন করেছেন। আমি উনার সুস্থ ও সুন্দর জীবন কামনা করছি।
Copyright © 2024 SUST | Powered By Swapnoloke