News & Events

Urban Transport Development: Opportunities and Challenges শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

Date : 21 May 2024

আজ ২১ মে, ২০২৪ তারিখ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট -এর সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে মিনি অডিটরিয়ামে বেলা ১ টায় Urban Transport Development: Opportunities and Challenges শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ। সেমিনারে সভাপতির বক্তব্যে ভাইস চ্যান্সেলর বলেন, আজকের এই সেমিনার সময়োপযোগী এবং প্রয়োজনীয়। নাগরিক জীবনের সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয় পর্যায়ে গবেষণা প্রয়োজন। সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগ এই উপলব্ধি থেকে আজকের আয়োজন করেছে এটা আমি বিশ্বাস করি। গনপরিবহন ব্যবহার ও ব্যবস্থাপনায় আজকের এই সেমিনার কার্যকরী ভূমিকা রাখবে। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. কবির হোসেন, এপ্লাইড সাইন্সেস এন্ড টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ রেজা সেলিম, সিভিল এন্ড এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. মিজবা উদ্দিন, অতিরিক্ত সচিব ইঞ্জি. মো. আনিছুর রহমান। সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক শিল্পি রানী বসাক এবং সঞ্চালনা করেন প্রভাষক নুসরাত জাহান ইকরা।