News and Events

শোকবার্তা

Date : 04 Jul 2019

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেটের প্রথম প্রকল্প পরিচালক প্রফেসর এম.বি. চৌধুরী অদ্য ০৪ জুলাই, ২০১৯ তারিখ বৃহস্পতিবার সকাল ৭.০০ ঘটিকায় ঢাকার একটি হাসপাতালে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ শাহজালাল বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। ভাইস চ্যান্সেলর তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। উল্লেখ্য, তিনি ০৬ মে, ১৯৮৬ থেকে ০৭ আগস্ট, ১৯৮৮ সাল পর্যন্ত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালকের দায়িত্ব পালন করেন।