আজ ২৩ মে,২০২৪ তারিখ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(শাবিপ্রবি),সিলেট-এ বেলা ১১টায় মিনি অডিটরিয়ামে অর্কিটেকচার বিভাগের আয়োজনে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাস্টারপ্লান বাস্তবায়নে "স্টুডিও ডিজাইন এক্সপজিশন" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর বলেন, আজকের এই আয়োজন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার বিভাগের শিক্ষার্থীদের জন্য মাইলফলক। কারন আজকের এই আয়োজনের ফলেই রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাস্টারপ্ল্যান বাস্তবায়নে এ বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার বিভাগের শিক্ষার্থীরা নিজেদের মেধা ও যোগ্যতা প্রকাশের সুযোগ পেলো। আমি আয়োজন সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সেলিনা আক্তার, শাবিপ্রবির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.মো. কবির হোসেন, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা। সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন শাবিপ্রবির আর্কটেকচার বিভাগের সহযোগী অধ্যাপক এবং রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাস্টারপ্ল্যান বাস্তবায়ন কমিটির বহিঃসদস্য স্থপতি মোহাম্মদ শামসুল আরেফিন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শাবিপ্রবির এপ্লাইড সাইন্সেস এন্ড টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ রেজা সেলিম,রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিন প্রফেসর ধীমান সাহা, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাস্টারপ্ল্যান বাস্তবায়ন কমিটির বহিঃসদস্য ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক আব্দুল গফুর প্রমুখ। সেমিনারে সভাপতিত্ব করেন আর্কিটেকচার বিভাগের বিভাগীয় প্রধান স্থপতি ইফতেখার রহমান এবং সঞ্চালনা করেন আর্কটেকচার বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী পূর্নতা প্রসাদ রায়।
Copyright © 2024 SUST | Powered By Swapnoloke