News and Events

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট এবং ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের মধ্যে এগ্রিমেন্ট সাইনিং সেরিমনি অনুষ্ঠিত

Date : 09 Sep 2019

আজ ৯ সেপ্টেম্বর ২০১৯ তারিখ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট-এ সকাল ১০.০০ টায় প্রশাসন ভবনের সিন্ডিকেট সভাকক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট এবং ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের মধ্যে এগ্রিমেন্ট সাইনিং সেরিমনি অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে আমাদের সকলকে একযোগে কাজ করে যেতে হবে। শিক্ষার্থীদের সহ বিশ্ববিদ্যালয়ের সকলের জন্য ডিজিটাল কার্যক্রম ব্যবহার নিশ্চিতকরণে আজকের স্বাক্ষরিত চুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।