এফইএস বিভাগে শাবির ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করে প্রফেশনালী একাডেমিক ডকুমেন্ট প্রিপারেশন (থিসিস/ প্রজেক্ট/ বৈজ্ঞানিক আটিকেল/ এসাইনমেন্ট) ও রাইটআপ এর উপর ২ দিন ব্যাপী ট্রেনিং প্রোগ্রাম এর আয়োজন করা হয়। এফইএস বিভাগের ১২২ নং কক্ষে ২৭ সেপ্টেম্বর ২০১৯ শুক্রবার বিকেল ৩টা থেকে ৬টা এবং ২৮ সেপ্টেম্বর ২০১৯ শনিবার সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত এ ট্রেনিং সম্পন্ন হয়। উক্ত ট্রেনিং ওয়ার্কশপে এফইএস সহ শাবির বিভিন্ন বিভাগের প্রায় ১০০ ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। এতে এমএস ওয়ার্ড, এন্ডনোট, ওয়াননোট,ফক্সিট রিডার, এমএস ভিসিও, ড্রআইও, ও ইঙ্কস্পেসসহ ৮'টিরও অধিক সফটওয়্যার ব্যবহার করে সহজে কিভাবে একাডেমিক ডকুমেন্ট তৈরি করতে হয় তা শেখানো হয়। ট্রেনিং প্রোগ্রামটি উদ্বোধন করেন শাবি শিক্ষক সমিতির সভাপতি কেমিস্ট্রি বিভাগের প্রফেসর ড. মো. সাইফুল ইসলাম ও সেক্রেটারি সমাজবিজ্ঞান বিভাগের প্রফেসর আনোয়ার হোসেন, স্কুল অফ এগ্রিকালচার এন্ড মিনারেল সাইন্সেস এর ডিন ও এফইএস বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. বেলাল উদ্দিন, এফইএস বিভাগের প্রফেসর ড. রোমেল আহমেদ ও অন্যান্য অথিতিবৃন্দ। ট্রেনিং প্রদান করেন এফইএস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ রেদওয়ান। ট্রেনিং শেষে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদেরকে সার্টিফিকেট ও সকল প্রয়োজনীয় সফটওয়্যার প্রদান করা হয়। এক প্রতিক্রিয়ায় অধ্যাপক ড. মোহাম্মদ রেদওয়ান বলেন, এ ধরনের ট্রেনিং বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে। বহির্বিশ্বে বিভিন্ন ইউনিভার্সিটি তাদের ছাত্রছাত্রীদের একাডেমিক দক্ষতা বৃদ্ধির জন্য এ ধরনের ট্রেনিং এর আয়োজন করে থাকে। আশা করছি এ ট্রেনিং শাবির ছাত্রছাত্রীদের একাডেমিক লাইফ অনেক সহজ ও আনন্দদায়ক করবে।
Copyright © 2024 SUST | Powered By Swapnoloke