আজ 6, জুন,২০২৪ তারিখ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট- এ সকাল ১০.৩০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের ৪র্থ তলার সভাকক্ষে সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে স্টেকহোল্ডারগনের অংশগ্রহণে সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ। এতে বিভিন্ন বিভাগ ও দপ্তরের ৮০ জন প্রতিনিধি অংশগ্রহন করেন। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ গঠনে প্রয়োজন স্মার্ট কর্মপ্রক্রিয়া। বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি কাজই সমান গুরুত্বপূর্ণ। আপনারদের কাজ সঠিক ও শুদ্ধভাবে সম্পন্ন হলেই বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কাজগুলো সুন্দরভাবে সম্পন্ন হবে।সঠিক সময়ে সঠিক কাজ সততার সাথে সম্পন্ন করলেই সুশাসন প্রতিষ্ঠিত হবে। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. কবির হোসেন এবং কোষাধ্যক্ষ প্রফেসর আমিনা পারভীন। সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান এবং সঞ্চালনা করেন এপিএর বিশ্ববিদ্যালয়ের ফোকাল পয়েন্ট ডেপুটি রেজিস্ট্রার আ ফ ম মিফতাউল হক। সভায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের প্রশাসন শাখার উপ-সচিব মো. আসাদুজ্জামান এবং সহকারী পরিচালক মোস্তাক আহমেদ।
Copyright © 2024 SUST | Powered By Swapnoloke