ইন্টারনেট ভিত্তিক আইপি এ্যাড্রেসের সর্বাধুনিক ভার্সন IPv6 এ দেশের প্রথম কোন বিশ্ববিদ্যালয় হিসেবে সংযুক্ত হলো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)। ৯ নভেম্বর, ২০১৯ইং বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ও তথ্য কেন্দ্রে IPv6 ভিত্তিক নেটওয়ার্ক সংস্থাপন ও রক্ষনাবেক্ষন সংক্রান্ত দুই দিন ব্যাপী কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়। ১০ই নভেম্বর সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ও তথ্য কেন্দ্রে আয়োজিত সাংবাদিকদের সাথে এক আলোচনা সভায় উপস্থিত ছিলেন আইআইসিটির পরিচালক এবং কম্পিউটার ও তথ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ড. মো. শহিদুর রহমান, আইটি ম্যানেজার মো. এএসএম খায়রুল আক্তার চৌধুরী, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এর ডাটা সেন্টার অপারেসন্স ম্যানেজার মো. আব্দুল আউয়াল, রয়েল গ্রীন লিমিটেডের আইটি ম্যানেজার ও কোর অপারেসন্স নজরুল ইসলাম এবং কম্পিউটার ও তথ্য কেন্দ্রের অন্যান্যরা।
Copyright © 2025