News and Events

প্রেস বিজ্ঞপ্তি - শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্কুল অব এপ্লাইড সায়েন্সেস এন্ড টেকনোলজি অনুষদ শিক্ষকদের জন্যে Dean’s Award for Resear

Date : 25 Nov 2019

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্কুল অব এপ্লাইড সায়েন্সেস এন্ড টেকনোলজি অনুষদ শিক্ষকদের গবেষণা কাজে উৎসাহিত করার লক্ষ্যে প্রথমবারের মতো Dean’s Award for Research Excellence চালু করল । অদ্য ২৫/১১/২০১৯ তারিখ শাবিপ্রবির আইআইসিটি ভবনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে চারটি ক্যাটাগরিতে ২০১৮ সালে প্রকাশিত ৪টি প্রবন্ধকে এওয়ার্ড প্রদান করা হয়েছে । প্রকাশিত প্রবন্ধের জন্য এ বছর এওয়ার্ড পেলেন পিএমই বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ ফরহাদ হাওলাদার, সিএসই বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ শহীদুর রহমান,সিইপি বিভাগের প্রফেসর ড. আবু ইউসুফ এবং আইপিই বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ মুহসিন আজিজ খান। উল্লেখ্য যে, এওয়ার্ড প্রদানের পাশাপাশি এই অনুষদ হতে প্রকাশিত Journal of Engineering Research,Innovation and Education (JERIE) এর মোড়ক উন্মোচিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি শাবিপ্রবির উপাচার্য প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ, বিশেষ অতিথি শাবিপ্রবির কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ আনোয়ারুল ইসলাম এবং আহবায়ক সিইই বিভাগের প্রফেসর ড. মুশতাক আহমদ এর উপস্থিতিতে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অনুষদের ডীন প্রফেসর ড. আবুল মুকিদ মোহাম্মদ মোকাদ্দেস ।