আজ ২৮ নভেম্বর, ২০১৯ তারিখ সকাল সাড়ে ১০টায় বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত H.E. Mr. Peter Fahrenholtz শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদের সাথে তাঁর অফিসে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এ সময় শিক্ষা ও গবেষণাসহ পারস্পারিক স্বার্থসংশ্লিস্ট বিষয়াদি নিয়ে উভয়ে মত বিনিময় করেন। ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ শাবিপ্রবি ক্যাম্পাসে আসার জন্য জার্মান রাষ্ট্রদূত H.E. Mr. Peter Fahrenholtz-কে ধন্যবাদ জানান। তিনি বলেন, জার্মানীতে লেখাপড়ার মান বেশ ভাল। তাই বাংলাদেশের প্রচুর শিক্ষার্থী প্রতিবছর জার্মানীতে পড়তে যায় এবং তারা দেশে ফিরে এসে উন্নয়ন কর্মকাণ্ডে ভূমিকা রাখছে।
Copyright © 2024 SUST | Powered By Swapnoloke