আজ ১৬ ডিসেম্বর, ২০১৯ তারিখ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়। দিবসের কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, পুষ্পস্তবক অর্পণ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিজয় শোভাযাত্রা, ক্রীড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ সকাল সাড়ে ৭টায় প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা এবং কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. আনোয়ারুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন। ভাইস চ্যান্সেলর সকাল ৭:৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারে এবং পরে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. আনোয়ারুল ইসলাম, মহান বিজয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মো. রাশেদ তালুকদার, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. এস এম সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রফেসর মোহাম্মদ আনোয়ার হোসেন , প্রক্টর প্রফেসর জহির উদ্দিন আহমেদ সহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, হল প্রভোস্ট, দপ্তর প্রধানগন উপস্থিত ছিলেন।
Copyright © 2024 SUST | Powered By Swapnoloke