News & Events

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট-এ একটি অ্যাম্বুলেন্স ও একটি মাইক্রোবাস শুভ উদ্বোধন

Date : 22 Dec 2019

আজ ২২ ডিসেম্বর, ২০১৯ তারিখ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট-এ প্রশাসন ভবনের সামনে একটি অ্যাম্বুলেন্স ও একটি মাইক্রোবাস শুভ উদ্বোধন করেন মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ বলেন, এ বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব গ্রহনের পর থেকেই বিশ্ববিদ্যালয়টিকে সর্বক্ষেত্রে স্ব্যংসম্পূর্ণ করার জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় আজ একটি অ্যাম্বুলেন্স ও একটি মাইক্রোবাস পরিবহনপুলে যুক্ত হলো। দায়িত্বগ্রহনের পর এ পর্যন্ত সর্বমোট ১১ টি নতুন পরিবহন যুক্ত হয়েছে। আগামী দু-একদিনের মধ্যে আরো দুটি বাস নতুন ভাবে যুক্ত হবে।