২০২২-২৩ অর্থবছরে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) মূল্যায়নে ৫১ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মাঝে দ্বিতীয় স্থান অর্জন করায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কে পুরস্কৃত করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। আজ ২৩ জুন, ২০২৪ তারিখ ইউজিসিতে এক অনুষ্ঠানে ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ ইউজিসিতে প্রধান অতিথি শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর হাত থেকে পুরস্কার স্বরূপ সম্মাননা স্মারক গ্রহণ করেন। ইউজিসি চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মাঝে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন নাহার চাঁপাসহ বিমকের সদস্য, সকল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ট্রেজারার, রেজিস্ট্রার, এপিএ ফোকাল পয়েন্টবৃন্দ। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের আওতাধীন দেশের ৫১ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) অংশ হিসেবে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর বিভিন্ন কর্মকান্ডগুলোকে ৬টি ক্যাটাগরিতে মূল্যায়ন করে এপিএ র্যাংকিং প্রকাশ করা হয়। এতে শাবিপ্রবি দ্বিতীয় হয়। এ অর্জনে শাহজালাল বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ বলেন, সরকার ২০১৪-১৫ সালে সাংগঠনিক সেবা প্রদানে গতিশীলতা আনতে, দক্ষতা বাড়াতে এবং জবাবদিহিতা ও দায়িত্ব বৃদ্ধির জন্য বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) বাস্তবায়ন করেছিল। এই উদ্যোগের লক্ষ্য হল সর্বোত্তম সম্পদ ব্যবহারের জন্য প্রাতিষ্ঠানিক সক্ষমতা বিকাশ করা এবং সব অপারেশনাল স্তরে স্বচ্ছতা তৈরি করা, যার ফলে সরকারের টেকসই উন্নয়ন লক্ষ্য-২০৩০ এবং ভিশন ২০৪১-এর সাথে সারিবদ্ধতা সহজতর করা। আমাদের বিশ্ববিদ্যালয় সুশাসন, শিক্ষা এবং গবেষণার ক্ষেত্রে অগ্রগামী হিসেবে দাঁড়িয়ে আছে । ইউজিসির অনুষ্ঠানে ভাইস-চ্যান্সেলর গর্বিতভাবে ঘোষণা করেছেন যে শাবিপ্রবির প্রচেষ্টাকে সম্মানিত করা হয়েছে, যা একটি গুরুত্বপূর্ণ অর্জনকে চিহ্নিত করেছে। এই মাইলফলকটি অনুপ্রেরণার আলোকবর্তিকা হিসেবে কাজ করবে, আগামী বছর সকল বিশ্ববিদ্যালয়ের মধ্যে শীর্ষস্থান নিশ্চিত করার জন্য আমাদের সংকল্পকে ত্বরান্বিত করবে, ইনশাআল্লাহ। তিনি আরো বলেন, এর পেছনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ সবার অবদান ছিল । ইউজিসির অনুষ্ঠানে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে পেনশন নীতিমালার বিষয়ে শিক্ষকদের দাবীর বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীর নজরে নেয়ার জন্য অনুরোধ করেন ।
Copyright © 2025