শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের প্রাক্তন ছাত্রছাত্রীদের সংগঠন ‘আর্কিটেকচার সাস্ট এলামনাই এসোসিয়েশন’ এর ১৩ সদস্য বিশিষ্ট দুই বছর মেয়াদি প্রথম কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। গত ২১ ফেব্রুয়ারি রাজধানী ঢাকা ও সিলেটের দুটি ভেন্যুতে একযোগে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে এই কমিটি সদস্যদের নির্বাচিত করেন স্থাপত্য বিভাগের স্নাতক স্থপতিবৃন্দ। স্থাপত্য বিভাগের প্রধান, স্থপতি কৌশিক সাহা’র তত্ত্বাবধানে নির্বাচনটি অনুষ্ঠিত হয়। বিপুল উৎসাহ ও উদ্দীপনার এই নির্বাচনে ৯৩ শতাংশ সদস্য ভোট প্রদান করেন। প্রবাসী স্থপতিরা অনলাইনে ভোটে অংশগ্রহণ করেন। অন্তর্বর্তীকালীন কমিটির সহকারী নির্বাচন কমিশনার হিসেবে স্থপতি আসিফ মোঃ নয়ীম এবং স্থপতি জান্নাতুল সালসাবিল ভোটের ফল ঘোষণা করেন। সংগঠনটির সভাপতি হিসেবে মোঃ হাসান তারেক, সহ-সভাপতি মোঃ ওয়ালীঊল্লাহ, সাধারণ সম্পাদক কে.এম মহিউদ্দিন, সহ সাধারন সম্পাদক মোঃ নাজমুল হোসেন, কোষাধ্যক্ষ মোঃ আতিকুর রহমান, শিক্ষক প্রতিনিধি মোঃ তানভির হাসান, সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদুর রহমান, সদস্যপদ সম্পাদক শাহ মোহাম্মদ আদনান, শিক্ষা, গবেষণা ও দক্ষতা বিষয়ক সম্পাদক মোঃ আরিফুর রহমান কৌশিক, প্রচার ও প্রকাশন সম্পাদক হাসান জামান সোহান, দপ্তর সম্পাদক সৈয়দ আবদুল হালিম, সংস্কৃতি সম্পাদক তুষার ঘোষ এবং ক্রীড়া সম্পাদক পদে মোঃ ওবাইদুল হক নির্বাচিত হয়েছেন। উল্লেখ্য, বিভাগীয় প্রধানের তত্ত্বাবধানে ২০১৪ সালে সংগঠনটি গঠিত হয়েছিল।
Copyright © 2024 SUST | Powered By Swapnoloke