News & Events

শাবিপ্রবির স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের ডিজিটাল মাধ্যমে 'নববর্ষ ১৪২৭' উদযাপন

Date : 14 Apr 2020

প্রতিবছর বর্ষবরণের দিনে শাবিপ্রবির স্থাপত্য বিভাগের শিক্ষার্থীরা আয়োজন করে থাকে পুতুলনাচ, বায়োস্কোপ, পটচিত্রসহ নানা অনুষ্ঠানের। এবছর বিশ্বব্যাপী ভয়াবহ করোনাভাইরাসের প্রকোপে সরাসরি সেটি আয়োজন করা সম্ভব হয় নি। এমত পরিস্থিতিতে বিশেষ দিবসেও মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এবং এই ঘোর দুঃসময়েও সবাইকে একটু আনন্দ দেয়ার লক্ষ্যেই মূলত বিভাগের ২০১৭-'১৮ সেশনের ছিলো একটি ছোট্ট প্রয়াস। শাবিপ্রবির একজন শিক্ষার্থীর কাছে পহেলা বৈশাখ অন্যতম আবেগের একটি উদযাপন, বিভাগের সকল শিক্ষার্থী মিলে প্রায় এক মাসের প্রস্তুতির পর বর্ণিলভাবে আয়োজন করে চৈত্র সংক্রান্তি এবং পহেলা বৈশাখের। এবছর বিশ্বব্যাপী আকস্মিক দূর্যোগেও তাই চেষ্টা ছিলো ডিজিটালি কিছু করার। সামাজিক যোগাযোগমাধ্যমে সকলে একত্রিত হয়ে আয়োজন করা হয় বর্ষবরণের সঙ্গীতায়োজন, ঐতিহ্যবাহী পটচিত্র,জনসচেতনতামূলক পুতুল নাচ, আঞ্চলিক ভাষায় রম্য পরিবেশনা এবং স্মৃতি রোমন্থনের। ভিন্ন আঙ্গিকে হলেও নতুনভাবে এবছর উদযাপিত হল শাবিপ্রবি স্থাপত্য বিভাগের বর্ষবরণ। যার মূল লক্ষ্য ছিলো অবশ্যই বাঙালির হাজার বছরের ঐতিহ্যকে তুলে ধরা, সচেতনতা সৃষ্টি এবং সার্বিক মঙ্গলকামনা। বাঙালির নববর্ষ আসে অশুভের দমনের বার্তা নিয়ে - অশ্রু, জরা, ভুলে যাওয়া গীতিকে পেছনে ফেলে আসন্নের উৎসাহে, শুভশক্তির উন্মেষের কামনায়। সকল বাঙালি প্রাণভরে বিশ্বের মঙ্গলকামনা যদি এই দুর্দিনে না করি, তাহলে আর কবে?

Learn more