আজ ২৮ সেপ্টেম্বর, ২০২০ তারিখ বাদ আছর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেটের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মিলাদ অনুষ্ঠানে ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের কাছে আশীর্বাদস্বরূপ । বঙ্গকবন্ধুকে হত্যার পর জাতির কাছে যোগ্য নেতৃত্ব ছিল না। আমাদের দেশ বর্তমানে বিশ্বে যে ঈর্ষনীয় অবস্থানে রয়েছে তা কেবল তাঁর নেতৃত্বের ফলেই সম্ভব হয়েছে। তিনি বঙ্গবন্ধর অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়ন এবং দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। আমরা তাঁর জন্য দোয়া করবো যাতে তিনি দেশকে আরও সামনে এগিয়ে নিতে পারেন।
Copyright © 2024 SUST | Powered By Swapnoloke