News and Events

শাবিপ্রবিতে ছাত্রদের জন্য ১০তলা বিশিষ্ট হলের চুক্তি স্বাক্ষর সম্পন্ন

Date : 17 Oct 2024

আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকাল ৩টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ঠিকাদারী প্রতিষ্ঠানের সাথে ছাত্রদের জন্য ১০তলা বিশিষ্ট আবাসিক হলের চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয় । চুক্তিপত্র স্বাক্ষরকালে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী কাজের গুণগতমান ঠিক রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে ভবনটির নির্মাণ কাজ সম্পন্ন করার আহবান জানান। বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রধান প্রকৌশলী মো. জয়নাল ইসলাম চৌধুরী। অপর দিকে ঠিকাদারী প্রতিষ্ঠান এম জামাল এন্ড কোম্পানি লিমিটেড পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মো. জামাল উদ্দিন চুক্তিতে স্বাক্ষর করেন। ১০০০ হাজার আসন বিশিষ্ট আবাসিক হলের নির্মাণ ব্যয় চুক্তিমূল্য ৮৮ কোটি ৯২ লাখ টাকা। আগামী ২৪ মাসের মধ্যে এ ভবন নির্মাণ কাজ সম্পন্ন করার জন্য চুক্তিতে উল্লেখ করা হয়েছে। এসময় প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন,পরিবহন প্রশাসক অধ্যাপক আবুল ফজল মোহাম্মদ জাকারিয়া, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির, মহাবিদ্যালয় পরিদর্শক মো. ইউনুস আলী, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) আহমদ মাহবুব ফেরদৌসসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা ও ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।