News & Events

নৈতিকতা কমিটি

Date : 11 Mar 2021

জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন সম্পর্কিত কার্যক্রম সুচারুরুপে সম্পাদনের নিমিত্তে নৈতিকতা কমিটি গঠনের নির্দেশনা রয়েছে । প্রাতিষ্ঠানিক ও ব্যক্তি পর্যায়ে শুদ্ধাচার চর্চা ও প্রয়োগ, ফলাফল্ভিত্তিক কর্মসম্পাদন, স্বচ্ছতা ও জবাব্দিহিতা নিশ্চিত করার লক্ষ্যে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের জন্য 'নৈতিকতা কমিটি' গঠন করা হয়েছে । নৈতিকতা কমিটি নিম্নরুপঃ ১। প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ, ভাইস চ্যান্সেলর, শাবিপ্রবি -- আহবায়ক ২। কোষাধ্যক্ষ, শাবিপ্রবি -- সদস্য ৩। ডিন, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ, শাবিপ্রবি -- সদস্য ৪। ডিন, সামাজিক বিজ্ঞান অনুষদ, শাবিপ্রবি -- সদস্য ৫। জনাব মুহাম্মদ ইশফাকুল হোসেন, রেজিস্ট্রার, শাবিপ্রবি -- সদস্য ৬। পরিচালক, পরিকল্পনা ও উন্নয়ন, শাবিপ্রবি -- সদস্য ৭। জনাব আ. ফ. ম. মিফতাউল হক, উপ-রেজিস্ট্রার (তথ্য ও জনসংযোগ), শাবিপ্রবি -- সদস্য - সচিব