আজ ৩০ শে জুন, ২০২৪ তারিখ ১১টায় চলমান বেশ কয়েকটি উন্নয়ন কাজ পরির্দশন করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। এ সময় তিনি ক্যাফেটেরিয়ার উন্নয়ন কাজ, নবনির্মিত সামাজিক বিজ্ঞান ভবন. আবর্জনা ফেলার নির্ধারিত স্থান, আধুনিক ময়লার বিন, সেন্টার অব এক্সেলেন্স এবং লেক খননের কাজ পরিদর্শন করেন । এসময় উপাচার্য বলেন, আমরা আমাদের বিশ্ববিদ্যালয়কে সৌন্দর্য, পরিচ্ছন্নতা এবং উৎকর্ষের শীর্ষস্থান হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। ঠিক যেমন উন্নত দেশে যেখানে সেখানে ময়লা ফেলা কঠোরভাবে নিষিদ্ধ। আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ে পরিচ্ছন্নতার একই মান বজায় রাখব। শৃঙ্খলাই মুখ্য এবং আমরা পুরো ক্যাম্পাস জুড়ে সুশৃঙ্খলতার সংস্কৃতি গড়ে তোলার জন্য কাজ করে যাব। তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয়ে কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে সিলেট সিটি কর্পোরেশনের সহযোগিতা পাচ্ছি। বর্জ্য অপসারণের পরিকাঠামো উন্নত করতে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় অত্যাধুনিক বিন বসানো হচ্ছে । ক্যাফেটেরিয়া পরির্দশনের সময় উপাচার্য বলেন, নতুন করে ক্যাফেটেরিয়ার কাজের উদ্দেশ্য হল স্বাস্থ্যসম্মত পরিবেশে পুষ্টিকর খাবারের ব্যবস্থা নিশ্চিত করা। ক্যাফেটেরিয়াটি পর্যায়ক্রমে উন্নয়নের মধ্য দিয়ে যাবে। পুরো প্রক্রিয়া জুড়ে শিক্ষার্থীদের সুবিধাকে অগ্রাধিকার দেওয়া হবে। বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো কবির হোসেন। এছাড়া সেন্টার অব এক্সেলেন্স পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আজিজুল হক, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আলমগীর কবির, সাবেক কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো আনোয়ারুল ইসলাম প্রমুখ।
Copyright © 2024 SUST | Powered By Swapnoloke