News & Events

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের দাবির ব্যাপারে মাননীয় শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন শাবিপ্রবি ভাইস চ্যান্সেলর

Date : 15 Jun 2022

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পিএইচডি ডিগ্রীর জন্য ইনক্রিমেন্ট সুবিধা প্রদানের দাবি জানিয়েছেন। একই সাথে অভিন্ন নীতিমালা বিষয়ে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের দাবি গুরুত্ব সহকারে বিবেচনা করার জন্য সরকারের নিকট দাবি জানান। তিনি আজ ১৫ জুন কক্সবাজারে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের ‘বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর, জাতীয় শুদ্ধাচার কৌশল পরিকল্পনা বাস্তবায়ন ও ইনোভেশন ল্যাব’ বিষয়ক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির নিকট এসব দাবি তুলে ধরেন। ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ বিশ্ববিদ্যালয়ের গবেষণা বরাদ্দ বৃদ্ধি এবং বিশ্ববিদ্যালয়ের, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের প্রভিডেন্ড ফান্ডের সুদের হার বৃদ্ধির পদক্ষেপ নেয়ার জন্য শিক্ষামন্ত্রীকে অনুরোধ করেন। পিএইচডি ও প্রভিডেন্ড ফান্ডের ভর্তুকি পূর্বের ন্যায় চালু করার ব্যাপারে তিনি মন্ত্রী মহোদয়ের হস্তক্ষেপ কামনা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। বিশেষ অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি। এতে মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান ও এর সদস্যবৃন্দ, পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরবৃন্দ, রেজিস্ট্রারবৃন্দ এবং ফোকালপয়েন্টগণ অংশগ্রহণ করেন।