News & Events

“ইউজিসি স্বর্ণপদক”-২০২১ এর জন্য দরখাস্ত আহ্বান।

Date : 29 Aug 2022

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণকে তাঁদের মৌলিক গবেষণামূলক প্রবন্ধ/পাঠ্যপুস্তক/ গবেষণামূলক বা পর্যালোচনামূলক পুস্তক এর জন্য ইউজিসি প্রতিবছর “ইউজিসি স্বর্ণপদক” প্রদানের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ থেকে দরখাস্ত আহ্বানের লক্ষ্যে গত ১৭ আগস্ট ২০২২ তারিখ “দৈনিক ইত্তেফাক” ও "The Business Standard" পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। (বিজ্ঞপ্তি সংযুক্ত)