News & Events

বিশ্ববিদ্যালয় কিলোরোডের সংস্কার কাজের উদ্বোধন

Date : 03 Aug 2023

আজ ০৩. ০৮. ২০২৩ সকাল ১০ টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট- এর কিলোরোডের সংস্কার কাজের শুভ উদ্বোধন করেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. কবির হোসেন। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন," বিশ্ববিদ্যালয়কে ভালোবেসে আমাদের সকলকে নিজের উপর অর্পিত দায়িত্ব সঠিক ও সুচারু রুপে পালন করতে হবে। কিলোরোড সংস্কার হলে আমাদের যাতায়াত করতে আর সমস্যায় পরতে হবে না। পর্যায়ক্রমে কিলোরোড সহকারে পুরো ক্যাম্পাসে রাস্তা সংস্কার করা হবে। এ সময় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, ইনস্টিটিউটের প্রধান, প্রক্টর, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার দপ্তর প্রধানগন উপস্থিত ছিলেন।