News & Events

নবনির্মিত বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল পরিদর্শন

Date : 08 Aug 2023

আজ ৮ আগস্ট ২০২৩ দুপুর২ টায় নব নির্মিত বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল পরিদর্শন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ এবং প্রো- ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. কবির হোসেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ প্রফেসর আমিনা পারভীন, আইআইসিটির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল ইসলাম, বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট প্রফেসর ড. চন্দ্রানী নাগ, রেজিস্ট্রার( ভারপ্রাপ্ত) মো. ফজলুর রহমান, হিসাব পরিচালক সোহেল আহমেদ, প্রধান প্রকৌশলী সৈয়দ হাবিবুর রহমান। ভাইস চ্যান্সেলর আগামী ২ অক্টোবর ২০২৩ তারিখের পূর্বেই হলের সকল অসমাপ্ত কাজ সম্পন্নের নির্দেশ দেন এবং তিনি বলেন, খুব শীঘ্রই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল শুভ উদ্বোধন করবেন।