আজ ৯ আগস্ট ২০২৩ তারিখ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় , সিলেট - এর মিনি অডিটোরিয়ামে বিকাল ৩ টায় সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে স্টেকহোল্ডারগনের অংশগ্রহণে এক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর বলেন, প্রতিদিনের কাজ প্রতিদিন সম্পন্নকরণে আমাদের সকলকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। সুশাসন প্রতিষ্ঠা করতে কাজের জবাবদিহিতার বিকল্প নেই। আমরা এপিএতে এ বছর ভালো করতে পেরেছি। আশা করছি এবার বার্ষিক কর্ম সম্পাদন চুক্তিতে আমরা ভালো মার্ক পাবো।ডি- নথির কার্যক্রমও দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। সভায় বিশেষ অতিথির বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ কবির হোসেন বলেন, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের প্রতিটি কাজে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত হয়েছে। সামনেও এ বিষয়ে আমরা সতর্ক থেকে কাজ করছি। এ বিশ্ববিদ্যালয় যেন সুশাসনের যথাযথ উদাহরণ হিসেবে দাঁড়াতে পারে সেজন্য সকল দপ্তরের স্টাফদের আহবান জানাচ্ছি। প্রধানমন্ত্রী যেভাবে প্রতিটি কাজে স্বচ্ছতা নিশ্চিত করছে ঠিক একইভাবে আমরাও আমাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার লক্ষ্যে কাজ করছি। সভায় স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপ-রেজিস্ট্রার শাহিনা সুলতানা, উপ-রেজিস্ট্রার ড. আ ফ ম সালাউদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোষাধ্যক্ষ প্রফেসর আমিনা পারভীন। সভা সঞ্চালনা করেন ডেপুটি রেজিস্ট্রার আ ফ ম মিফতাউল হক।
Copyright © 2025