শিক্ষার্থীদের বীমাভূক্ত করে আজ ১৩ আগস্ট, ২০২৩ তারিখ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় এবং প্রগতি লাইফ ইন্সুরেন্স লিমিটেডের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়। প্রাথমিকভাবে এ বিশ^বিদ্যালয়ের স্নাতক ২০১৯-২০২০, ২০২০-২০২১, ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা বীমার আওতায় আসবে। প্রশাসন ভবনের চতুর্থতলার সভাকক্ষে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিশ^বিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ প্রফেসর আমিনা পারভীন এবং প্রগতি লাইফ ইন্সুরেন্স লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল আলম ভঁইয়া চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে প্রধান হিসেবে বক্তব্য রাখেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ এবং প্রগতি লাইফ ইন্সুরেন্স লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাঈদ হাসান রুবেল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. কবির হোসেন। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. আনোয়ারুল ইসলাম, ডিনবৃন্দ, বিভাগীয় প্রধান ও দপ্তর প্রধানগণ, রেজিস্ট্রার, প্রক্টর, প্রভোস্টসহ প্রশাসনে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকগণ।
Copyright © 2024 SUST | Powered By Swapnoloke