আজ 21, আগস্ট, 2023 শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট- এ দুপুর ১টায় প্রশাসন ভবনের সম্মেলন কক্ষে অভিযোগ প্রতিকার ব্যবস্থা এবং জিআরএস সফটওয়ার সংক্রান্ত প্রশিক্ষণ ২০২৩-২০২৪- এর সমাপনী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ। এতে ১০০ এর অধিক কর্মচারী অংশগ্রহন করেন। সংক্ষিপ্ত বক্তব্যে ভাইস চ্যান্সেলর বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বদা ভালো কাজকে উৎসাহ দেবে, মন্দ কাজকে কঠোর ভাবে দমন করা হবে। সততা ও জবাবদিহিতার মাধ্যমে আপনাদের কর্ম দক্ষতা পরিমাপ করা হবে। সুতরাং আপনারা সকলে সততার মাধ্যমে কাজ করে বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রাকে অব্যাহত রাখুন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রো- ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. কবির হোসেন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান, ডেপুটি রেজিস্ট্রার আ ফ ম মিফতাউল হক। ডেপুটি রেজিস্ট্রার শাহিনা সুলতানা, ডেপুটি রেজিস্ট্রার আ ফ ম সালাউদ্দিন আহমদ প্রশিষণ কর্মসূচিতে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ফজলুর রহমান।
Copyright © 2024 SUST | Powered By Swapnoloke