News & Events

আইকিউএসিতে প্রোগ্রাম অনুষ্ঠিত

Date : 21 Aug 2023

আজ 21, আগস্ট, 2023 শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট- এ সকাল ১০ টায় আইকিউএসির আয়োজনে Hands-on Training on Statistical Computing with R Programmimg for Beginners শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ। এতে বিভিন্ন বিভাগের শিক্ষকগন উপস্থিত ছিলেন। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে ভাইস চ্যান্সেলর বলেন, আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণায় বাংলাদেশে অনন্য। বিশ্ববিখ্যাত গবেষণা জার্নালে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগন যাতে গবেষণা প্রবন্ধ ছাপাতে পারে সে জন্য প্রয়োজন শিক্ষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে দক্ষ হয়ে ওঠা। আজকের এই আয়োজনের মাধ্যমে শিক্ষকগন আর-প্রোগ্রামিং এ দক্ষ হয়ে গবেষণায় অবদান রাখতে পারবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ প্রফেসর আমিনা পারভীন। এ সময় রিসোর্স পার্সম হিসেবে উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের অধ্যাপক প্রফেসর ড. মোহাম্মদ মাসুদ আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মুহসিন আজিজ খান এবং সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. মো. মাহবুবুল হাকিম।