আজ ২৩, আগস্ট, 2023 শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট- এ সকাল সাড়ে ৯ টায় প্রশাসন ভবনের সম্মেলন কক্ষে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ বিষয়ক প্রশিক্ষণ ২০২৩-২০২৪- এর উদ্বোধনী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ । এতে ১০০ এর অধিক প্রশিক্ষনার্থী অংশগ্রহন করেন। সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি বলেন, স্মার্ট বাংলাদেশ তথা স্মার্ট বিশ্ববিদ্যালয় গঠনে কাজ সম্পাদনে আধুনিক প্রযুক্তি ব্যবহারে দক্ষ হয়ে উঠতে হবে। তাই বিশ্ববিদ্যালয় প্রশাসন আপনাদের জন্য এই প্রশিক্ষণের আয়োজন করেছে। আপনারা দিন ব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহন করে অর্জিত জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাবেন এই প্রত্যাশা করি। বিশেষ অতিথির বক্তব্যে প্রো- ভাইস চ্যান্সলর প্রফেসর ড. মো. কবির হোসেন বলেন, প্রয়োজনীয় দক্ষতা অর্জন ছাড়া কর্মক্ষেত্রে সাফল্য অর্জন সম্ভব নয়। স্মার্ট বাংলাদেশ গঠনে তাই আপনাদের দক্ষতা বৃদ্ধি প্রয়োজন। এরই ধারাবাহিকতায় আজকের এই আয়োজন। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ প্রফেসর আমিনা পারভীন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাস্ট রিসার্চ সেন্টারের পরিচালক প্রফেসর ড. এস এম সাইফুল ইসলাম,ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান, হিসাব পরিচালক সোহেল উদ্দিন প্রমুখ। কর্মশালায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের এপিএ ইনোভেশন কমিটির আহবায়ক এবং এপ্লাইড সাইন্সেস এন্ড টেকনোলজির ডিন প্রফেসর ড. মো. আরিফুল ইসলাম। সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের এপিএর ফোকাল পয়েন্ট ডেপুটি রেজিস্ট্রার আ ফ ম মিফতাউল হক এবং প্রোগামার আমিন আল মুরাদ। প্রশিষণ কর্মসূচিতে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এপিএর ফোকাল পয়েন্ট ডেপুটি রেজিস্ট্রার শামীম আল মামুম রাজিব।
Copyright © 2024 SUST | Powered By Swapnoloke