আজ 24আগস্ট ২০২৩ সকাল ১০ টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ এবং প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. কবির হোসেন নির্মানাধীন এম এ ওয়াজেদ আইআইসিটি ভবনের ১০ তলা সম্প্রাসারন কাজ, বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল,সামাজিক বিজ্ঞান ভবন পরিদর্শন করেন। এ সময় ভাইস চ্যান্সেলর সকল কাজ দ্রুততম সময়ে সম্পন্ন করার নির্দেশ দেন এবং নির্মাণ সামগ্রির গুনগত মান যাচাই করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আইআইসিটির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল ইসলাম, শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর ড. চন্দানী নাগ, প্রধান প্রকৌশলী সৈয়দ হাবিবুর রহমান প্রমুখ।
Copyright © 2024 SUST | Powered By Swapnoloke