আজ ২৭ আগস্ট, ২০২৩ তারিখ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট- এ সকাল ৯.৩০ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিয় মিলনায়তনে 2022-2023 শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুভ উদ্বোধন করেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো কবির হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডিন প্রফেসর ড. মো. কামরুল ইসলাম, ভর্তি কমিটির সভাপতি প্রফেসর ড. স্বপন কুমার সরকার, সদস্য সচিব প্রফেসর ড. মো. মাহবুবুল হাকিম, সাস্ট রিসার্চ সেন্টারের পরিচালক প্রফেসর ড. এস এম সাইফুল ইসলাম, আইআইসিটির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল ইসলাম, আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মহসিন আজিজ খান প্রমুখ। বেলা ১১ টায় ভর্তি কার্যক্রম পরিদর্শন করেন কোষাধ্যক্ষ প্রফেসর আমিনা পারভীন। প্রথমেই সকল শিক্ষার্থীদের ডোপ টেস্ট এবং ব্লাড গ্রুপিং-এর মাধ্যমে ভর্তির প্রাথমিক কাজ শুরু করা হয়। উল্লেখ্য আগামী ২৮ আগস্ট এবং ২৯ আগস্ট ২০২৩ তারিখ ভর্তি কার্যক্রম চলবে। ৩০ আগস্ট ২০২৩ অরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে।
Copyright © 2024 SUST | Powered By Swapnoloke