আজ ৩১আগস্ট ২০২৩ তারিখ সকাল ১০.৩০ টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগের আয়োজনে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড মো. কবির হোসেনের অভ্যর্থনা এবং নবাগত ৩২ তম পরিসংখ্যান ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. কবির হোসেন। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, আমি বিগত ৩০ বছরের অধিক এ বিভাগে কর্মরত ছিলাম। অল্পকিছু দিন আগে আমি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সলর হিসেবে যোগদান করি। এই জন্য আমি মহান আল্লাহপাকের নিকট এবং আমার পথচলায় অংশিজনের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি।নতুনদের উদ্দেশ্য এইটুকু বলবো তোমরা আমার থেকেও সফল হবে। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অপেক্ষমান থেকে ভর্তি হয়েছিলাম কিন্তু তোমরা মেধা তালিকায় মেধাবী হয়ে এ বিভাগে এসেছো। সততা ও পরিশ্রমের মাধ্যমে তোমরা এগিয়ে যাও এই কামনাই করি। এ সময় স্বাগত বক্তব্য রাখেন পরিসংখান বিভাগের প্রফেসর ড. মো. আজিজুল বাতেন এবং অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রফেসর ড. সাবিনা ইসলাম, প্রফেসর ড. আহমেদ কবির, প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন, সহযোগী অধ্যাপক মোহাম্মদ রুমেল ভূইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. রহমত আলী এবং সঞ্চালনা করেন প্রফেসর ড. মো. জামাল উদ্দিন।
Copyright © 2024 SUST | Powered By Swapnoloke