News & Events

ব্যবসায় প্রশাসন বিভাগের ২৫ তম ব্যাচের নবীন বরন অনুষ্ঠিত হয়।

Date : 31 Aug 2023

আজ ৩১আগস্ট ২০২৩ তারিখ সকাল ১১ টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় প্রশাসন বিভাগের ২৫ তম ব্যাচের নবীন বরন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. কবির হোসেন। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, কোনো কাজ পারবো না এ কথাটা চিন্তায় আনা যাবে না। এতোদূর যেহেতু তোমরা চলে এসেছো সেহেতু আগামীতেও তোমরা সব কিছুপারবে। আর তোমরা সফল হলেই দেশ, জাতি ও পরিবার পাবে আস্থার জায়গা। নতুন সবার সফল ও সুন্দর আগামীর জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বদা তৎপর। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভাগীয় প্রধান এবং ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মাজহারুল হাসান মজুমদার এবং স্বাগত বক্তব্য রাখেন ব্যবসা প্রশাসন বিভাগের ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. মিজানুর রহমান। নবীন শিক্ষার্থী জিয়াদ জোবায়েরি , তাকিয়া জান্নাত ২৫ তম ব্যাচের পক্ষে বক্তব্য রাখেন। প্রফেসর সোবহানা তানজিনা আতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং এসিস্ট্যান্ট প্রফেসর সায়মা সাদিয়া চৌধুরী শাওন অনুষ্ঠান পরিচালনা করেন। বক্তব্য পর্বের শেষে বিশ্ববিদ্যালয়ের সাউন্সিলিং সাইকোলজিস্ট ফজিলাতুন্নেছা শাপলা এক মনোজাগতিক সেশন পরিচালনা করেন। এতে নবাগত শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।