অভিনন্দন শাবিপ্রবি অভিনন্দন প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের আওতাধীন ৪৬ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ অর্থবছরের বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি ( এ পি এ) এর ফলাফল মূল্যায়নে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবার ৬ টি ক্যাটাগরিতে মোট ১০০ নম্বরের মধ্যে ৯৭.৯১ নম্বর পেয়ে ২য় স্থান অর্জন করে। গতবছর এ অবস্থান ছিলো ৩৭ তম। এ অনন্য সাফল্যের পেছনে যার অনবদ্য অনুপ্রেরণা তিনি হলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ। তিনি এ সাফল্য বিশ্ববিদ্যালয় পরিবারকে উৎসর্গ করেন এবং এপিএ কমিটির সকলকে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তালিকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় ১০০ পেয়ে ১ম, ঢাকা বিশ্ববিদ্যালয় ৯৫.৯৭ পেয়ে ৩য়, খুলনা বিশ্ববিদ্যালয় ৯৫.৪৭ পেয়ে ৪র্থ, এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল ( বিইউপি) ৯৪.৯৫ পেয়ে ৫ম স্থান অধিকার করে। বুয়েট ৯ম এবং চবি, রাবির অবস্থান দশের বাহিরে।
Copyright © 2024 SUST | Powered By Swapnoloke