News & Events

শাহপরাণ হলে ‘স্পোর্টস জোন’ চালু

Date : 07 Sep 2023

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবাসিক ছাত্রাবাস শাহপরাণ হলে ‘স্পোর্টস জোন’ চালু করা হয়েছে। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাত আটটায় এ স্পোর্টস জোনটি ভার্চুয়ালি উদ্বোধন ঘোষণা করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। একই সঙ্গে স্পোর্টস জোনে সশরীরে উপস্থিত হয়ে ফিতা কেটে উদ্বোধন করেন উপ-উপাচার্য অধ্যাপক কবির হোসেন। উদ্বোধনকালে বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য বলেন, শিক্ষার্থীরা হচ্ছেন বিশ্ববিদ্যালয়ের প্রাণ। তাদের মঙ্গল মানেই বিশ্ববিদ্যালয়ের মঙ্গল। তাই শিক্ষার্থীদের জন্য সেবামূলক কাজ অব্যাহত থাকবে৷ তিনি বলেন, উপাচার্যের সাথে আমার কথা হয়েছে; তিনি আমাকে বলেছেন, 'যদি তিনি সুস্থ থাকেন এবং এ সরকার যদি আমাদের পাশে থাকে তাহলে আগামী দুই বছরে এ বিশ্ববিদ্যালয়ের রূপ পরিবর্তন হয়ে যাবে।' উপ-উপাচার্য বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি ত্বরান্বিত করতে নিজের পরিকল্পনার কথাও বলেছেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে সুন্দর একটি বারবিকিউ কর্ণার, লেকের মধ্যে লাইটিং করে ফোয়ারা তৈরি করার পরিকল্পনা রয়েছে। কেন্দ্রীয় খেলার মাঠকে পূর্ণাঙ্গ একটি স্টেডিয়ামে রূপান্তর করার জন্য বাজেট পাশ করে আনার চেষ্টা করবেন বলে ছাত্রদের আশ্বাস দিয়েছেন তিনি। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এ বিশ্ববিদ্যালয় হবে মাদকমুক্ত, সংস্কৃতিমানা ও পড়াশোনা বান্ধব। স্পোর্টস জোন উদ্বোধন অনুষ্ঠানে শাহপরাণ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. মিজানুর রহমান খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন। এসময় উপস্থিত ছিলেন- ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক মাজহারুল হাসান মজুমদার, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. মাহবুবুল হাকিম, প্রক্টর মো. কামরুজ্জামান চৌধুরী, ইনস্টিটিউট অব ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজির পরিচালক মো. জহিরুল ইসলাম, বঙ্গবন্ধু হলের ভারপ্রাপ্ত প্রাধ্যক্ষ মোহাম্মদ মনিরুজ্জামান খান, সৈয়দ মুজতবা আলী হলের প্রাধ্যক্ষ মো. আবু সাঈদ আরফিন খান প্রমুখ।

Learn more