News & Events

আইকিউএসির আয়োজনে Hands-on Training on Statistical Computing with R Programmimg for Advance Users শীর্ষক কর্মশালার উদ্বোধন অনুষ্ঠিত

Date : 18 Sep 2023

আজ 18 সেপ্টেম্বর 2023 শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট- এ সকাল ১০ টায় আইকিউএসির আয়োজনে Hands-on Training on Statistical Computing with R Programmimg for Advance Users শীর্ষক কর্মশালার উদ্বোধন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে ভাইস চ্যান্সেলর বলেন, আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণায় বাংলাদেশে অনন্য। বিশ্ববিখ্যাত গবেষণা জার্নালে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগন যাতে গবেষণা প্রবন্ধ ছাপাতে পারে সে জন্য প্রয়োজন শিক্ষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে দক্ষ হয়ে ওঠা। আজকের এই আয়োজনের মাধ্যমে শিক্ষকগন আর-প্রোগ্রামিং এ দক্ষ হয়ে গবেষণায় অবদান রাখতে পারবে। তিনি আরো বলেন, এপিএতে আমরা শীর্ষ ২ অবস্থানে আছি। আন্তর্জাতিক রেংকিং এ অবস্থান সুদৃঢ় করার জন্য একজন দক্ষ অধ্যাপক নিয়োগ প্রদানের কাজ চলমান। ইতোমধ্যে সেশনজট ও রেগিং রোধ করা হয়েছে।আগামী দিনগুলোতে ভালো কিছু অপেক্ষা করছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. কবির হোসেন। তিনি বলেন শুধু জ্ঞান অর্জন করলেই হবে না, জ্ঞানের সঠিক প্রয়োগ করতে হবে। আজকের এই আয়োজন জ্ঞানের প্রয়োগ ও চর্চা বৃদ্ধিতে কার্যকরি ভুমিকা পালন করবে। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ প্রফেসর আমিনা পারভীন। কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুনসি নাসের ইবনে আফজাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মুহসিন আজিজ খান এবং সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. মো. মাহবুবুল হাকিম এবং অতিরিক্ত পরিচালক মো. ইশরাত ইবনে ইসমাইল। কর্মশালায় ২০ এর অধিক সমাজিক বিজ্ঞান অনুষদের গবেষকবৃন্দ অংশগ্রহণ করেন।