আজ ২০ সেপ্টেম্বর ২০২৩ তারিখ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় , সিলেট -এ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর এবং ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর এবং কলেজ পরিদর্শক দপ্তরের সেবা রেজিস্ট্রার আকস্মিক পরিদর্শন করেন। সেবা রেজিস্ট্রার পরিদর্শন শেষে নির্মানাধীন ক্যাফেটেরিয়ার বর্ধিতাংশ এবং ক্যাফেটেরিয়ার খাবারের মান যাচাই করতে ক্যাফেটেরিয়া রান্নাঘর পরিদর্শন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. কবির হোসেন, কোষাধ্যক্ষ প্রফেসর আমিনা পারভীন এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সচিব ড. ফেরদৌস জামান, আইআইসিটির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল ইসলাম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান, প্রধান প্রকৌশলী সৈয়দ হাবিবুর রহমান, কলেজ পরিদর্শক তাজিম উদ্দিন এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের প্রতিনিধি দলের অন্যান্য সদস্যবৃন্দ।
Copyright © 2024 SUST | Powered By Swapnoloke