News and Events

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাথে রিলিফ ভেলিডেশনের চুক্তি স্বাক্ষর

Date : 26 Sep 2023

আজ ২৬ সেপ্টেম্বর, ২০২৩ তারিখ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় , সিলেট - এ বেলা ১১ টায় প্রশাসন ভবনের সভাকক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাথে রিলিফ ভেলিডেশনের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আজকের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শাবিপ্রবির জন্য এক নতুন ইতিহাস।দেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে ই-সাইন সার্টিফিকেট প্রবর্তন করতে যাচ্ছে এ বিশ্ববিদ্যালয় যা স্মার্ট বাংলাদেশ গঠনে কার্যকরী ভূমিকা পালন করবে। আন্তর্জাতিক মানের সাইবার নিরাপত্তা ব্যবস্থায় ২০১৭ -২০১৮ শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থীরা ই-সাইন সার্টিফিকেটের আওতায় আসবে। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. কবির হোসেন, কোষাধ্যক্ষ প্রফেসর আমিনা পারভীন, স্কুল অব এপ্লাইড সাইন্সেস এন্ড টেকনোলজির ডিন প্রফেসর ড. আরিফুল ইসলাম, সিএসই বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ রেজা সেলিম, রিলিফ ভেলিডেশানের চিফ ফিনান্সশিয়াল অফিসার মো. সাফকাত মতিন, রিলিফ ভেলিডেশানের চিফ অপারেটিং অফিসার আনড্রেস রিথমুলার ।। এ সময় অন্যান্যের উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর ড. চন্দ্রানী নাগ, আইআইসিটির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল ইসলাম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ফজলুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক মুজিবুর রহমানসহ বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগন, হল প্রভোস্টবৃন্দ, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি প্রমুখ।