News and Events

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমে প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের( হল প্রভোস্ট, ইনস্টিটিউট প্রধান, বিভাগীয় প্রধান) নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্

Date : 03 Oct 2023

আজ ৩ অক্টোবর, ২০২৩ তারিখ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট-এর মিনি অডিটোরিয়ামে বেলা ১২টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমে প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের( হল প্রভোস্ট, ইনস্টিটিউট প্রধান, বিভাগীয় প্রধান) নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,স্মার্ট বিশ্ববিদ্যালয় গঠনে সকল ধরনের উদ্দ্যোগ গ্রহন করা হচ্ছে।এখানে উপস্থিত সকলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কাজে কি-রোল প্রয়োগ করে থাকেন।তাই আপনাদের সদা সক্রিয় অংশগ্রহণ ছাড়া স্মার্ট বিশ্ববিদ্যালয় গঠন সম্ভব নয়। বিশ্ববিদ্যালয়ে সকল পরীক্ষার সঠিক সময়ে রেজাল্ট প্রসেসিং, ডিজিটাল ক্লিয়ারেন্স ও ডকুমেন্টস প্রসেসিং সহ শিক্ষার্থীদের সার্বিক বিষয়ে আপনাদের ব্যাপক ভূমিকা রাখতে হবে। তাহলেই আমরা দেশে এবং বিদেশে আমাদের অবস্থান ধরে রাখতে পারবো। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. কবির হোসেন, কোষাধ্যক্ষ প্রফেসর আমিনা পারভীন, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক প্রফেসর ড. মো. রাশেদ তালুকদার। প্রক্টর প্রফেসর ড. মো. কামরুজ্জামান চৌধুরী। এ সময় অন্যান্যের মধ্যে মতবিনিময় করেন, প্রফেসর ড. মো. আনোয়ারুল ইসলাম, প্রফেসর ড. রুমেল আহমেদ, প্রফেসর ড. রহমত আলী, প্রফেসর ড. মো. শাহ আলম, প্রফেসর ড. মো. আলমগীর তৈমুর, প্রফেসর ড.ফারজানা সিদ্দিকা প্রফেসর ড. মো.আশ্ররাফুল করিম, প্রফেসর ড মো ফরহাদ হাওলাদার, প্রফেসর ড. মো. ইফতেখার আহমেদ, প্রফেসর ড. মো.আলমগীর কবির প্রমুখ।