News and Events

সার্ভিস অটোমেশন সিস্টেম বিষয়ক কর্মশালা

Date : 03 Oct 2023

আজ ৩ অক্টোবর ২০২৩ তারিখ দুপুর ৩ টায় সার্ভিস অটোমেশন সিস্টেম বিষয়ক এক কর্মশালা অনষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ। কর্মশালায় বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগন উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশ্ববিদ্যালয়কে স্মার্ট বিশ্ববিদ্যালয় গঠনে বদ্ধ পরিকর। শিক্ষার্থীদের হাতের মুঠোয় সকল ধরনের সেবা( ক্লিয়ারেন্স, ডকুমেন্ট প্রসেসিং) নিশ্চিত করতে এবং সেবাগুলো দ্রুত ও ঝামেলা মুক্ত করতে অনলাইনে সার্ভিস অটোমেশান সিস্টেম চালু করা হয়েছে।আজকের এই কর্মশালার মাধ্যমে সেবাগুলো কার্যকরী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. কবির হোসেন, কোষাধ্যক্ষ প্রফেসর আমিনা পারভীন। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কম্পিউটার এন্ড ইনফরমেশন এবং আইআইসিটি সেলের পরিচালক প্রফেসর মো. মাসুম এবং সঞ্চালনা করেন প্রফেসর ড. ফরহাদ রাব্বি।