News & Events

শাবিক্লাব আয়োজিত ভলিবল প্রতিযোগিতা ২০২৩ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

Date : 04 Oct 2023

আজ ৪ অক্টোবর, ২০২৩ তারিখ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট - এ সকাল ১০টায় হ্যান্ডবল গ্রাউন্ডে শাবিক্লাব আয়োজিত ভলিবল প্রতিযোগিতা ২০২৩ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শাবি ক্লাব কর্তৃক আয়োজিত আজকের এই ভলিবল প্রতিযোগিতা সুন্দরভাবে সম্পন্ন হোক এই প্রত্যাশা করি। শিক্ষক কর্মকর্তাদের নিজ নিজ দায়িত্ব পালনের পাশাপাশি খেলাধুলা নিজেদের মধ্যে ভাতৃত্বের বন্ধন মজবুত করতে দারুন ভূমিকা পালন করতে। আমি সকলের সুন্দর জীবন কামনা করছি। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. কবির হোসেন এবং কোষাধ্যক্ষ প্রফেসর আমিনা পারভীন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাবি ক্লাবের সভাপতি প্রফেসর ড. তুলসি কুমার দাস এবং স্বাগত বক্তব্য রাখেন শাবি ক্লাবের সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন শাবি ক্লাবের ক্রীড়া সম্পাদক প্রফেসর ড. মোহাম্মদ শফিকুল ইসলাম।