News & Events

আন্তজার্তিক মানসিক স্বাস্থ্য দিবস-২০২৩ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

Date : 10 Oct 2023

আজ ১০ অক্টোবর ২০২৩ তারিখ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট- এ আন্তজার্তিক মানসিক স্বাস্থ্য দিবস-২০২৩ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিয় গ্রন্থাগারের সামনে থেকে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. কবির হোসেনের নেতৃত্বে এক র‍্যালি অনুষ্ঠিত বের হয়। র‍্যালিটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে একাডেমিক ভবন -"এ" এর সামনে এসে শেষ হয়। বেলা ১০টা ৩০ মিনিটে মিনি অডিটরিয়ামের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কবির হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মানসিক স্বাস্থ্যের বিকাশ ও যত্নের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন সদা তৎপর। ইতোমধ্যে প্রত্যেক বিভাগে ছাত্র উপদেষ্টা নিয়োগ করা হয়েছে এবং কাউন্সিলিং সাইকোলজিস্ট সর্বদা শিক্ষার্থীদের সাথে কাজ করছে। হতাশা দূরীকরণে আমরা সবাই শিক্ষার্থীদের পাশে আছি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ প্রফেসর আমিনা পারভীন এবং স্বাগত বক্তব্য রাখেন প্রক্টর প্রফেসর ড. মো. কামরুজ্জামান চৌধুরী। রিসোর্স পারসন হিসেবে বক্তব্য রাখেন কাউন্সিলিং সাইকোলজিস্ট ফজিলাতুন্নেছা শাপলা। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক প্রফেসর ড. মো. রাশেদ তালুকদার।