আজ ১৬ অক্টোবর, ২০২৩ তারিখ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট -এ শাবি শিক্ষক সমিতির আয়োজনে বেলা ১১ টায় কেন্দ্রিয় গ্রন্থাগারের সামনে ফিলিস্তিনের উপর ইসরাইলের হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নিরস্ত্র ফিলিস্তিনের সাধারণ জনগনের উপর ইসরাইলের হামলা মেনে নেয়া যায় না। অবিলম্বে এ হামলা বন্ধে জাতিসংঘসহ বিশ্বনেতৃবৃন্দের জোড়ালো ভূমিকা রাখতে হবে। এ সময় বিশেষ অতিথির বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. কবির হোসেন বলেন, ইসরাইল ফিলিস্তিনের জনগনের উপর আজরাইলের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। বাংলাদেশের জনগন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন না হওয়া পর্যন্ত ফিলিস্তিনের পাশে ছিলো, আছে, থাকবে। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ প্রফেসর আমিনা পারভীন।মানববন্ধনে বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি, সাধারণ সম্পাদক , ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক, প্রক্টর, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি, সাধারণ সম্পাদক, রেজিস্ট্রারসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহন করেন।
Copyright © 2025