News and Events

জাপান বাংলাদেশের যৌথ উদ্যোগে সয়ংক্রিয় আবহাওয়া স্টেশানের শুভ উদ্বোধন অনুষ্ঠিত

Date : 17 Oct 2023

আজ ১৭ অক্টোবর ২০২৩ তারিখ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট-এ জিওগ্রাফি এন্ড এনভায়রনমেন্ট বিভাগের আয়োজনে ইন্সটিটিউশনাল কোয়ালিটি এসইউরেন্স সেলের সম্মেলন কক্ষে বলা ১১ টা ৩০ মিনিটে জাপান বাংলাদেশের যৌথ উদ্যোগে সয়ংক্রিয় আবহাওয়া স্টেশানের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. কবির হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আবহাওয়া ও জলবায়ু বর্তমান বিশ্বে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় আবহাওয়া ও জলবায়ুর পরিমাপক ব্যবস্থা জরুরী। আজকে শাবিপ্রবি জন্য এক নতুন ঐতিহাসিক দিন। কারণ আজকে সয়ংক্রিয় আবহাওয়া স্টেশান এ বিশ্ববিদ্যালয়ের স্থাপিত হতে যাচ্ছে। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাস্ট রিসার্চ সেন্টারের পরিচালক প্রফেসর ড. এ এস এম সাইফুল ইসলাম। অনুষ্ঠানে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন জাপানের কাগাওয়া বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. তারু তেরা এবং জাইকা এক্সপার্ট ড. মরিমাসা টিসুডা। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিইবি বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. আনোয়ারুল ইসলাম এবং সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক শাহনাজ শিমুল