News & Events

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৫৯—তম জন্মবার্ষিকী ও ‘শেখ রাসেল দিবস—২০২৩’ যথাযথ মর্যাদায় উদযাপিত

Date : 18 Oct 2023

প্রেস বিজ্ঞপ্তি আজ ১৮ অক্টোবর, ২০২৩ তারিখ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়, সিলেট—এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৫৯—তম জন্মবার্ষিকী ও ‘শেখ রাসেল দিবস—২০২৩’ যথাযথ মর্যাদায় উদযাপিত হয়। দিবসের কর্মসূচির মধ্যে ছিল শেখ রাসেল—এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বৃক্ষরোপণ, মাননীয় প্রধানমন্ত্রী কতৃর্ক স্মার্ট ইউনিবেটর, সাস্ট—এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের লাইভ স্ট্রিমিং সম্প্রচার এবং ভাইস চ্যান্সেলর কতৃর্ক স্মার্ট ইউনিবেটর—এর ফিজিক্যাল ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন এবং আলোচনা সভা। সকাল ০৯.৩০ মিনিটে ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ বঙ্গবন্ধু চত্ত্বরে শেখ রাসেল—এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে তিনি একটি আমড়া গাছের চারা রোপন করে বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করে। পর্যায়ক্রমে প্রো—ভাইস চ্যান্সেলর, কোষাধ্যক্ষ, ডিন এবং অন্যান্য অতিথিবৃন্দ ক্যাম্পাসে বৃক্ষরোপণ করেন। সকাল ১০.৩০ মিনিটে মিনি অডিটোরিয়ামে মাননীয় প্রধানমন্ত্রী কতৃর্ক কেন্দ্রীয়ভাবে স্মার্ট ইউনিবেটর—এর ভিত্তিপ্রস্তর স্থাপনের লাইভ স্ট্রিমিং প্রচার করা হয়। এ সময় মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ, উদযাপন কমিটির সভাপতি ও প্রো—ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. কবির হোসেন, কোষাধ্যক্ষ প্রফেসর আমিনা পারভীন, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক প্রফেসর ড. মো. রাশেদ তালুকদার প্রমুখসহ বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, হলপ্রভোস্টবৃন্দ, প্রক্টর, বিভাগীয় প্রধান ও দপ্তরপ্রধানগণ উপস্থিত ছিলেন। সকাল ১০.৪০মিনিটে মিনি অডিটোরিয়ামে মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ ক্যাম্পাসে স্মার্ট ইউনিবেটর—এর ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করেন। পরে প্রো—ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. কবির হোসেনের সভাপতিত্বে মিনি অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ বলেন, এ স্মার্ট ইউনিবেটর—এর মাধ্যমে আমরা তথ্য ও প্রযুক্তি ব্যবহার করে সফল উদ্যোক্তা তৈরি করতে চাই। এর মাধ্যমে শিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রদান সহ সবধরণের সহযোগিতা করা হবে। শিক্ষার্থীদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ার ক্ষেত্রে আমরা সামনের সারিতে থাকতে চাই। এ বিশ^বিদ্যালয় এপিএ সহ অন্যান্যা ক্ষেত্রেও প্রথম পর্যায়ে রয়েছে। ভাইস চ্যান্সেলর আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তথ্য ও প্রযুক্তি ক্ষেত্রে বিভিন্ন পদক্ষেপের ফলে আজ এদেশ সত্যিকার অর্থেই ডিজিটাল বাংলাদেশে রূপ নিয়েছে। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন ইনোভেশন হাব—এর ফাকাল পয়েন্ট প্রফেসর ড. মো. ফরহাদ রাব্বী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ, প্রফেসর আমিনা পারভীন এবং ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক ও শাবিপ্রবি শেখ রাসেল স্মৃতি পরিষদের আহ্বায়ক প্রফেসর ড. মো. রাশেদ তালুকদার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হাইটেক পার্কের প্রতিনিধি ও সুপারভাইজিং ইঞ্জিনিয়ার মো. রবিউল ইসলাম রাজিব এবং স্টার্টআপ উদ্যোক্ত মাহবুবুর রহমান চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. ফজলুর রহমান। মো. ফজলুর রহমান রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত)