News & Events

বেগম ফজিলাতুন্নেসা মুজিব হল সফট ওপেনিং করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ এবং প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. কবির হোসেন

Date : 12 Nov 2023

আজ ১২ নভেম্বর, ২০২৩ তারিখ বেলা ১১ টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট নবনির্মিত বেগম ফজিলাতুন্নেসা মুজিব হল সফট ওপেনিং করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ এবং প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. কবির হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ প্রফেসর আমিনা পারভীন, শিক্ষক সমিতি ভারপ্রাপ্ত সভাপতি এবং বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট প্রফেসর ড. চন্দ্রানী নাগ সহ বিভিন্ন অনুষদের ডিন, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক, প্রক্টর, বিভিন্ন হলের প্রভোস্টবৃন্দ, বিভাগীয় প্রধানগন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রারসহ বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগন। সফট ওপেনিং এর পর ভাইস চ্যান্সেলর এবং প্রো-ভাইস চ্যান্সলর হল চত্বরে ফুলের চারা রোপন করেন। উল্লেখ্য খুব শীঘ্রই বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের শুভ উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।