আজ ১২ নভেম্বর, ২০২৩ তারিখ বেলা ১০ টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট -এ একাডেমিক ভবন ডি এবং একাডেমিক ভবন সি এর সম্মুখে নবনির্মিত পার্কিং স্থান উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের গুনগত শিক্ষা পরিবেশ এবং মানসম্মত উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সদা তৎপর। এতোদিন যত্রতত্র গাড়ি ও মোটরসাইকেল পার্কিং করার ফলে সকলেই অসুবিধার সম্মুখীন হতো। এ সমস্যা থেকে উত্তোরণের জন্য সকল একাডেমিক ভবনের সামনে পার্কিং স্থান নির্মাণের উদ্দ্যোগ গ্রহন করে। এখন থেকে পার্কিং সংক্রান্ত সমস্যা আর থাকবে না। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. কবির হোসেন এবং কোষাধ্যক্ষ প্রফেসর আমিনা পারভীন । এ সময় অন্যান্যের মধ্যে শিক্ষক সমিতি ভারপ্রাপ্ত সভপতিসহ বিভিন্ন অনুষদের ডিন, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক, প্রক্টর, বিভিন্ন হলের প্রভোস্টবৃন্দ, বিভাগীয় প্রধানগন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রারসহ বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পর্কিং স্থান নির্ধারণ এবং নির্মাণ কমিটির সভাপতি প্রফেসর ড. ফয়সল আহম্মদ।
Copyright © 2024 SUST | Powered By Swapnoloke