News & Events

শুদ্ধাচার সংক্রান্ত প্রশিক্ষণনের ৩য় দিনের উদ্বোধনী অনুষ্ঠিত

Date : 20 Nov 2023

আজ ২০ নভেম্বর, ২০২৩ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট- এ সকাল 10টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের ৪র্থ তলার সভাকক্ষে ৩ দিন ব্যাপি শুদ্ধাচার সংক্রান্ত প্রশিক্ষণনের ৩য় দিনের উদ্বোধনী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ। এতে বিভিন্ন বিভাগ ও দপ্তরের বার্ষিক কর্মসম্পাদক চুক্তির মোট ৪৭জন ফোকাল পয়েন্ট কর্মকর্তা অংশগ্রহন করেন। সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি বলেন, আমরা ইতোমধ্যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তির গত বছরের পর্যালোচনায় ২য় হয়েছি।সময় এখন দেশ সেরা হবার। আর দেশ সেরা হবার জন্য আজকে যারা ফোকাল পয়েন্ট হিসেবে কাজ করছেন তাদের অগ্রনী ভুমিকা পালন করতে হবে। আমি বিশ্বাস করি সকলের ঐক্যবন্ধ প্রচেষ্টায় আমরা শীর্ষস্থান অর্জণ করতে পারবো। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো- ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কবির হোসেন। তিনি বলেন, শুদ্ধাচার সঠিক সময়ে সঠিক কাজটি করার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। আজকে উপস্থিত ফোকাল পয়েন্টরা আমাদের বার্ষিক সম্পাদন চুক্তির মূল কর্ম হাতিয়ার। আপনাদের কাজের দক্ষতার উপরই আমাদের সফলতা নির্ভর করছে। এ সময় অন্যান্যের মধ্যে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ প্রফেসর আমিনা পারভীন। অনুষ্ঠানে রিসোর্স পার্সন হিসেবে স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান। সঞ্চালনা করেন এপিএর বিশ্ববিদ্যালয়ের ফোকাল পয়েন্ট ডেপুটি রেজিস্ট্রার আ ফ ম মিফতাউল হক। প্রশিষণ কর্মসূচিতে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন স্কুল অব বিজনেস এডমিনিস্ট্রেশনের ডিন প্রফেসর ড. মাজহারুল হাসান মজুমদার।