আজ মঙ্গলবার (২৪শে সেপ্টেম্বর) সকাল ১১টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগে ওয়ার্কশপ অন ফিল্ড প্যাকটিকাম বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয় । বিভাগীয় প্রধান অধ্যাপক মুহ. মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চোধুরী । প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর বলেন, আমরা আমাদের শিক্ষার্থীদের পড়াশুনা ও গবেষণার আনন্দে প্রবেশ করাতে চাই। কমিউনিটি পর্যায়ে সমাজকর্ম বিভাগের কাজটি চমৎকার। তবে তোমরা নিজেদের স্বাস্থ্যের প্রতি নজর রাখবে । কমিউনিটিতে সেবা দিতে হলে সুস্থ থাকা প্রয়োজন । এ বিভাগের প্রয়োজনে সহযোগিতা অব্যাহত থাকবে । তিনি আরোও বলেন, আমরা বিশ্ববিদ্যালয় খুলে দিতে চেষ্টা করছি । আমরা চাই কোন অপ্রীতিকর ঘটনা ছাড়া বিশ্ববিদ্যালয় খোলে দিতে । বিশেষ অতিথির বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. সাজেদুল করিম বলেন, আমি বিশ্ববিদ্যালয়ের স্বার্থে কাজ করে যাব। আমার দরজা সবার জন্য খোলা । যে কেউ যে কোন সময় চলে আসতে পারে । আমি সবার কাছে সহযোগিতা চাচ্ছি । এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্য তিনি বলেন, এই বিভাগের সাথে আমার শুরু থেকে সম্পর্ক । আমি মনে করি, ব্যাবহারিক প্রশি¶ণ ও বাস্তব অভিজ্ঞতা শিক্ষার্থীদের দরকার । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. তুলসি কুমার দাস । এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, অধ্যাপক ড. নিয়াজ আহম্মেদ, অধ্যাপক ড. ফয়সাল আহম্মদ, অধ্যাপক আমিনা পারভীন, অধ্যাপক মো. মোয়াজ্জেম হোসেন, অধ্যাপক সৈয়দা সুলতানা পারভীন, অধ্যাপক তাহমিনা ইসলাম, অধ্যাপক ড. শফিকুর রহমান চোধুরী, অধ্যাপক ড. মোহাম্মদ আলী ওয়াক্কাস, সহযোগী অধ্যাপক আবুল কাশেম, সহযোগী অধ্যাপক মো. ফখরুল আলম, সহযোগী অধ্যাপক কৃত্তিবাস পাল, সহযোগী অধ্যাপক প্রিয়াংঙ্কা ভট্টাচার্য ও বিভাগের শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যাপক ড. মো. আব্দুল জলিল ।
Copyright © 2024 SUST | Powered By Swapnoloke