Job Circulars

নিয়োগ বিজ্ঞপ্তি

Date : 18 Dec 2025 - 02 Jan 2026

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংকের অর্থায়নে পরিচালিত বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (UGC) কর্তৃক বাস্তবায়নাধীন Higher Education Acceleration and Transformation (HEAT) -এর আওতায় Rolling Circle Amplification-based Low-Cost, Simple, Rapid Nucleic Acid Testing of Infectious Diseases Targeting Self-Diagnosis and Smartphone-Based Test Readout and Evidence-Based Outbreak Surveillance শীর্ষক উপ-প্রকল্প (PIN: 13401) বাস্তবায়নের লক্ষ্যে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে প্রকল্পের মেয়াদকালীন (২ বছর ৭ মাস) সময়ের জন্য বিভিন্ন পদসমূহে বাংলদেশের স্থায়ী নাগরিকদের নিকট থেকে আগামী ০২ জানুয়ারী ২০২৬ ইং তারিখের মধ্যে ১ কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি এবং শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্র ও ট্রান্সক্রিন্ট, অভিজ্ঞতার সনন ও সংক্ষিপ্ত জীবন বৃত্তান্তসহ দরখাস্ত ই-মেইলে ([email protected]) প্রেরণের জন্য আয়বান করা যাচ্ছে। শুধু যার Short listed প্রার্থীদের পরীক্ষা নেয়া হবে।